10994

নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর

নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর

2018-09-24 20:53:01

মহিলাবিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ ও শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পে এই নিয়োগ দেওয়া হবে।

পদের নাম
মেট্রোন

যোগ্যতা
তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসহ প্যারামেডিকেল বা নার্সিং পাস থাকতে হবে। উক্ত পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। তবে এই পদের জন্য নারীরাই শুধু আবেদন করতে পারবে।

বেতন
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী (গ্রেড-১৫) বেতন দেওয়া হবে ১৬ হাজার ২৫০ টাকা।

পদের নাম
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

যোগ্যতা
দুই বছরের বাস্তব অভিজ্ঞতাসহ স্নাতক পাস থাকতে হবে। উক্ত পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী (গ্রেড-১৬) বেতন দেওয়া হবে ১৭ হাজার ৪৫ টাকা।

বয়স
প্রার্থীদের আবেদনের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া
আবেদনকারীকে জীবনবৃত্তান্ত ও সব শিক্ষাগত যোগ্যতার কাগজপত্রের ফটোকপিসহ আবেদনপত্রটি ডাকযোগে অথবা সরাসরি প্রকল্প পরিচালক, ‘গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ ও শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন’ প্রকল্প, মহিলাবিষয়ক অধিদপ্তর, কক্ষ নং-৩১০, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা বরাবর ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা
আগামী ৩০ সেপ্টেম্বর-২০১৮ তারিখের মধ্যে আবেদনপত্রটি পৌঁছাতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]