15123

অবৈধ শিক্ষার্থীদের ঢাকা কলেজের হল ছাড়ার নির্দেশ

অবৈধ শিক্ষার্থীদের ঢাকা কলেজের হল ছাড়ার নির্দেশ

2019-10-14 07:53:48

ঢাকা কলেজের আবাসিক হলগুলোতে অবস্থানরত অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন।

সম্প্রতি অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কলেজের আবাসিক হলগুলোতে অনিবন্ধিত ও অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রাবাসে অবস্থানকারী ছাত্রদের জানানো যাচ্ছে যে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে নিম্নোক্ত নির্দেশাবলি মেনে চলার জন্য নির্দেশ দেয়া হলো-

১. যাদের বৈধ আবাসিকতা নেই তারা ছাত্রাবাসসমূহে অবস্থান করতে পারবে না।
২. কোনো অছাত্র ছাত্রাবাসে অবস্থান করবে না।
৩. যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এবং মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে তারা ছাত্রাবাসে অবস্থান করতে পারবে না।
৪. বৈধ আবাসিক ছাত্রদের নাম, বিষয়, শিক্ষাবর্ষ ও শ্রেণি উল্লেখসহ বিভাগে তালিকাভুক্ত হতে হবে। তালিকাভুক্তির বাইরে কোনো ছাত্র ছাত্রাবাসে অবস্থান করার কারণে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক সমস্যায় পড়লে কলেজ বা ছাত্রাবাস কর্তৃপক্ষ কোনো দায় বহন করবে না।

এছাড়া বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, যারা অবৈধভাবে হলে বসবাস করছে তাদের হলে থাকার কোনো সুযোগ নেই। নির্দেশনার পরও যারা হল ত্যাগ করবে না তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ঢাকা কলেজের আটটি আবাসিক হলে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী বসবাস করে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]