15355

জাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৩৫

জাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৩৫

2019-11-06 01:53:29

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে  অপসারণের দাবিতে সোমবার থেকে উপাচার্যকে তার নিজ বাসভবনে অবরুদ্ধ রাখে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা ১১টার দিকে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করে। এ ঘটনায় শিক্ষক শিক্ষার্থী এবং সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, মিছিল সহকারে ছাত্রলীগ নেতাকর্মীরা গিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছে।

এর আগে সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবনে অবরুদ্ধ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অপরদিকে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য উপাচার্যকে প্রোটোকল দিয়ে ছাত্রলীগ ভিসি ম্যামকে তার অফিসে যেতে সহায়তা করে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]