15527

জাবির আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়নি

জাবির আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়নি

2019-11-19 07:15:36

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খুলে দেয়ার কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’-এর উদ্ধৃতি দিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২১ নভেম্বর খুলে দেয়া হবে এবং এ লক্ষ্যে ১৯ নভেম্বর আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে বলে তথ্য প্রচার করা হচ্ছে। সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, উপর্যুক্ত তথ্য সঠিক নয়। চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছেন, চ্যানেল আই-তে এ ধরনের খবর প্রচার করা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন যে, উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের মনগড়া ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই।

সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে আরও জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার ব্যাপারে কর্তৃপক্ষ আন্তরিক। পরিবেশ ও পরিস্থিতি পর্যালোচনাপূর্বক যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে এবং শিক্ষাকার্যক্রম চালু করা হবে।

জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের কোনো ফেসবুক আইডি নেই:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের ছবি ও পদবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি খোলা হয়েছে, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, ড. ফারজানা ইসলামের নামে খোলা এই ফেসবুক আইডি ভূয়া। কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে এই ভূয়া ফেসবুক আইডি খুলেছে। সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের কোনো ফেসবুক আইডি নেই। ভূয়া ফেসবুক আইডি’র বিষয়ে ইতোমধ্যে আশুলিয়া থানায় জিডি করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে সতর্ক থাকার আহবান জানানো হচ্ছে।

উল্লেখ্য অক্টোবরের শেষ সপ্তাহ থেকে জাবি উপাচার্য ড. ফারাজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন জাবি’র শিক্ষক-শিক্ষার্থীরা। এর মধ্যে গত ৫ নভেম্বর আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এতে করে উপাচার্যবিরোধী আন্দোলন আরও প্রবল হলে ওই দিনই সিন্ডিকেটের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়।

এসএম/ ১৮ নভেম্বর ২০১৯

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]