15680

সমাবর্তন দিবসে যা যা করতে পারেন

সমাবর্তন দিবসে যা যা করতে পারেন

2019-12-03 09:35:15

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে সমাবর্তন। উৎসবমুখর পরিবেশে এসব সমাবর্তনের অংশ নিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন। সমাবর্তন দিবসটি কিভাবে স্মরণীয় ও উৎসবমুখর করা যায় সেসব নিয়ে আজকের এই প্রতিবেদন।

১। আপনার পছন্দের গানের প্লেলিস্ট তৈরি করে রাখুন এবং তা শুনুন। গানের তালিকায় দেশ-মাটি-মানুষের টান সৃষ্টি হয় এরকম গান অবশ্যই থাকবে। সাথে তো ডিজে গান অবশ্যই।

২। সমাবর্তন দিনের ক্যাম্পাসে পৌঁছেই আপনার অভিজ্ঞতা অবশ্যই বন্ধুদের সাথে ফেইসবুকে কিংবা আড্ডায় শেয়ার করতে পারেন।

৩। নিজের স্টাইলে অবশ্যই ছবি তুলুন। যা আজীবনের স্মৃতি হয়ে থাকবে। প্রিয় শিক্ষক ও বন্ধুদের সাথে ছবি যেন মিস না যায়।

৪। গাউন গায়ে অবশ্যই নিজেকে সেরা ভাবতে হবে। এতে আত্মবিশ্বাস বাড়বে। বাবা মায়ের সাথে ক্যাম্পাসে ছবি তুলতে পারেন। আজকের এই দিনে আপনিই সুপার স্টার। আর পেছনের কারিগর আপনার বাবা-মা ভাই বোন। সুতরাং তাদেরকে আপনার ক্যাম্পাসে এনে ছবি তুলুন।

৫। এই দিনের জন্য একজন ফটোগ্রাফার নিতে পারেন। যে শুধু আপনার বিভিন্নক্ষণের ছবি তুলবে।

৬। সমাবর্তনের প্যান্ডেলে আপনার পাশে কিংবা সামনে যে বসবে তার সাথে অবশ্যই কথা বলবেন। আপনার চিন্তা চেতনা তার শেয়ার করতে পারেন।

৭। প্রতিটি আনন্ধঘন মুহূর্তে হাত তালি দিতে যেন ভুল না হয়। তাহলে আপনি সমাবর্তনের দিনের অনেক কিছুই মিস করবেন।

৮। আপনি যদি পদকধারী হন তাহলে স্টেজে যাওয়ার সময় ঘাবাড়ানো যাবেনা। স্মার্টলি রাষ্ট্রপতির সাথে হ্যান্ডশেক করতে হবে।

৯। এদিন বন্ধুদের নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে বেড়ানো এবং এক সাথে লাঞ্ছ এ এক অন্যরকম আনন্দ।

১০। পেছনের গ্লানি ভুলে এদিনেই শপথ নিতে হবে ভবিষ্যৎ উজ্জ্বল করবনেই।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]