16165

২৪ ঘণ্টার ব্যবধানে ধর্ষণের শিকার ৪ জন ঢামেকে ভর্তি

২৪ ঘণ্টার ব্যবধানে ধর্ষণের শিকার ৪ জন ঢামেকে ভর্তি

2020-01-12 10:07:59

২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ধর্ষণের অভিযোগে, চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ৪ নারী। এরমধ্যে দুই কিশোরীর গণধর্ষণের অভিযোগও রয়েছে। বৃহস্পতিবার কামরাঙ্গীরচরে ১৩ বছরের কিশোরীর পর শুক্রবার ভাটারায় ১২ বছরের আরেক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ধষর্কদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর।

কামরাঙ্গীরচরে ১৩ বছরের কিশোরীর গণধর্ষণের ২৪ ঘণ্টা পার না হতেই, এবার ভাটারায় একই নির্যাতনের শিকার হয় ১২ বছরের এক কিশোরী।

প্রতিদিনের মতো শুক্রবার রাতেও ভাঙ্গাড়ি দোকানের কাজ শেষে বাড়ি ফিরছিলে হতদরিদ্র কিশোরিটি। কিন্তু রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে কিশোরীটিকে ধর্ষণ করে অপরাধীরা। পরিবারের অভিযোগ পাশের এলাকার রাসেল ও তার সহযোগীরা ঘটায় এই অপকর্ম। শনিবার ভোরে ভাটারার ১০০ ফুট ব্রিজের ওপর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় কিশোরীটিকে।

ছোটবেলায় বাবাকে হারানো কিশোরীটি দিনমজুর মা আর বড় বোনকে সাহায্য করার জন্য কাগজ কুড়ানোর কাজ করতো। তার এমন পরিণতি কিছুতেই মানতে পারছেন না প্রতিবেশীরা। ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজার দাবি তাদের।

ঘটনার পর অভিযুক্ত রাসেলসহ ৪ জনকে অজ্ঞাত আসামি করে ভাটারা থানায় মামলা দায়েরর ভুক্তভোগীর বড় বোন। ঘটনার পর থেকে আসামি রাসেল ও তার পরিবার পলাতক।

আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, স্বাস্থ্য পরীক্ষায় ভাটারা ও কামরাঙ্গীরচরের কিশোরীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছাড়াও এ মাসে রাজধানীতে ধর্ষণের শিকার ৫ জনকে চিকিৎসা দিচ্ছেন তারা। বাকিদের ব্যাপারে নিশ্চিত হতে আরো কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন বলেও জানান তিনি।

এদিকে, কামরাঙ্গীরচরের ঘটনায় প্রধান আসামি রতনকে সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এর ফলে এ মামলার ৬ আসামিই গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে ৩ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ধর্ষণের সহযোগী কথিত বান্ধবীর রিমান্ড চাওয়া হয়নি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]