16585

গ্রন্থমেলায় ঢাবি ছাত্রীর "অনুভূতির ময়নাতদন্ত"

গ্রন্থমেলায় ঢাবি ছাত্রীর "অনুভূতির ময়নাতদন্ত"

2020-02-18 04:43:19

অমর একুশে বইমেলা -২০২০ এ কারুবাক প্রকাশনী স্টল-৩২৫ (সোহরাওয়ার্দী উদ্যান) পাওয়া যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমা পারভীন লেখা ১ম কাব্যগ্রন্থ "অনুভূতির ময়নাতদন্ত "।

বইটিতে কবিতার ভাষায় মানুষের যাপিত জীবনের ব্যক্ত বা অব্যক্ত অনুভূতিকে সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে।বইটিতে মোট ২৮টি কবিতা রয়েছে।

কবিতা গুলোর বিষয় বস্তু সামাজিক অসঙ্গতি,নারী,দেশ, মানব মনের কাল্পনিক অভিব্যক্তি গুলো প্রকাশ পেয়েছে।

বইটির বড় চমক হলো কবিতা গুলো সমাজস্থ বিষয় বা ধর্মকে উপেক্ষা করেছে সেখানে পুনশ্চ লিখে দেয়া হয়েছে,যাতে করে পাঠক ভুল বুঝে না থাকেন।"

লেখক সীমা পারভীন বলেন, "অনুভূতির ময়নাতদন্ত " ১ম তবে শেষ নয়। সাহিত্যের প্রতি আগ্রহ জন্মেছে শৈশব কালেই। ছোট বেলায় থেকেই বাসা আমাদের সাহিত্য পত্রিকা পড়ানো, সেই পড়া থেকে হাঁটি হাঁটি পা করতে লেখা শুরু করা হয়েছে।

"কিছু কবিতা দারুণ পরিপক্ব, আবার ৪/৫ টি কবিতা একটু অপরিপক্ক, ১ম বই হওয়ায় ছোট বেলার কিছু লেখনিকে মলাটবন্দি করা হয়েছে।বইটি খুলে দেখবেন সবাই,তবে নবীন হিসেবে ভালো লিখলেই কিনবেন।যাচ্ছে তাই লিখলে মূল্যবান টাকা নষ্টের প্রয়োজন মনে করি না।বইটির মুল্য ১০০ টাকা মাত্র।"

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]