16642

বাংলা যেন সার্বজনীন ভাষা হয়: ঢাবি উপাচার্য

বাংলা যেন সার্বজনীন ভাষা হয়: ঢাবি উপাচার্য

2020-02-22 02:35:01

আমাদের নতুন প্রজন্মের জন্য প্রমিত ও পরিশীলিত ভাষার উন্নয়ন খুব জরুরি। বাংলা যেন শুধু সাহিত্যের ভাষা না হয়, এই ভাষা হবে বিজ্ঞানের ভাষা, চিকিৎসা বিজ্ঞানের ভাষা, প্রকৌশল বিজ্ঞানের ভাষা। তাহলেই বাংলা আরও সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. আক্তারুজ্জামান বলেন, বিশ্বের অনেক নৃগোষ্ঠীর ভাষা নিগৃহীত হচ্ছে। ভাষা আন্দোলনের মৌলিক দর্শন ছিল অসাম্প্রদায়িক, সার্বজনীন ও সব জাতি সত্ত্বার মানুষকে সুরক্ষা দেয়া। আমাদের ভাষার মর্ম তখনই বাস্তবে আসবে যখন বাংলা ভাষা হবে সার্বজনীন। বাংলা ভাষা যেন শুধু সাহিত্যে সীমাবদ্ধ না থাকে। এটা যেন সার্বজনীন ভাষা হয়, বাংলা যেন বিজ্ঞান ও চিকিৎসার ভাষা হয়। যদি এটা করতে পারি তবেই এ ভাষার মর্ম আসবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]