16666

ঢাবির সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিপক্ষে মানববন্ধন

ঢাবির সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিপক্ষে মানববন্ধন

2020-02-24 01:14:57

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি অংশ।

ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এর নেতৃত্বে রবিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায়  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আগামীকাল ২৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে কিনা তা জানা যাবে।

তবে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার বিপক্ষে।

সমন্বিত ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় অংশ নেয়ার মতো কোনো হঠকারী সিদ্ধান্ত যাতে আগামীকালকের একাডেমিক কাউন্সিলে না নেয়া হয় মানববন্ধন থেকে দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষার নামে যে সমন্বিত বিপর্যয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার পায়তারা করছে ইউজিসি, সেটা কোনোভাবেই মেনে নেয়া হবে না।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এদিকে ডাকসু সর্বসম্মতভাবে বিশ্ববিদ্যালয়কে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার দাবি জানিয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]