17204

গাজীপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

গাজীপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

2020-04-23 23:46:59

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব নির্দেশে এই বুরো ধান মৌসুমে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে দুই গরিব কৃষকের লোকসান কমাতে ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শরীফ আহমেদ মুনিমের নেতৃত্বে কাপাসিয়ার শরীফ মোতাজ উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি সহ আরও দশ জন নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দুই গরিব কৃষকের ধান কেটে দেওয়া তারা ছাত্রলীগের প্রতি আনন্দ এবং ভালো লাগা প্রকাশ করেছেন।

এই বিষয়ে শরীফ আহমেদ মুনিম বলেন, "খোজ নিয়ে জানতে পারি এই দুই কৃষক অত্যন্ত গরিব। শ্রমিক নিয়ে ধান কাটতে হলে ওনার সুদে টাকা নিতে হতো। তাছাড়া করোনার এই মহামারী অবস্হায় ওনার চলার টাকা নেই। তাই আমরা ছাত্রলীগের ছেলেরা ওনার ধান কেটে দিয়েছি ওনি অন্য বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করেছেন। জননেত্রী শেখ হাসিনার এই কৃষিবান্ধব নির্দেশে এগিয়ে এসেছি আমরা । যখন ছাত্রলীগের সুনাম দরিদ্র কৃষক করছেন তখন আনন্দে মনটা ভরে উঠে"।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]