18211

৮৫টি বাড়িতে বিদ্যুত সংযোগের দীর্ঘসূত্রিতা দূর করলেন ছাত্রলীগের কামাল

৮৫টি বাড়িতে বিদ্যুত সংযোগের দীর্ঘসূত্রিতা দূর করলেন ছাত্রলীগের কামাল

2020-07-23 00:54:36

"শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ" এই স্লোগানকে ধারণ করে নিজ এলাকার ৮৫টি বাড়িতে বিদ্যুত সংযোগ পাওয়ার দীর্ঘসূত্রিতা দূর করে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কামাল।

তিনি জানান"মুজিব বর্ষেই শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর " এ আঙ্গিকে আমার গ্রামের শতভাগ বিদ্যুতের নিশ্চয়তা প্রধান করলাম।

কামাল বলেন, করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন পর বাড়ীতে এসে দেখি গ্রামের প্রায় ৮৫টি বাড়ীতে বিদ্যুৎ নেই, যদিও আগেও ছিলোনা কিন্তু কাজ চলছে প্রায় তিন বছর ধরেই শুনে আসছিলাম, সেজন্য বিদ্যুৎ এনে দিবেন বলে গ্রামের দুজন মানুষ তিন বছর আগে কিছু টাকা নিয়েছেন কিন্তু প্রায় তিন বছর গত হলেও এখনো বিদ্যুৎ পৌছায়নি কারণ তারা আরও কিছু টাকা পাবে যেগুলো মানুষ দিচ্ছিলো না অনেক বছর অতিবাহিত হয়েছে কিন্ত বিদ্যুৎ আসেনি সেজন্য। এবার আমি দীর্ঘদিন বাড়ীতে থাকায় এ বিষয়টি নিয়ে ভাবলাম এবং গ্রামের সবার সাথ মিটিং করে বললাম আপনারা সবাই মিটারের টাকা দিলে আমি ১৫ দিনের ভিতরে আপনাদের বাড়িতে বিদ্যুতের আলো জ্বালিয়ে দিবো,সবাই আমাকে বিশ্বাস করলো এবং আবারো তাদের বাকি টাকা দিলো। আমি ২৭ জুন ২০২০ থেকে কলমাকান্দা বিদ্যুতের জোনাল অফিসে যোগাযোগ করে সব কাগজ পত্র সাবমিট করে গতকাল ২০ জুলাই নতুন সংযোগ দিয়ে এলাকাবাসীর ঘরে বিদ্যুতের আলো জ্বালিয়ে দিয়েছি।

তিনি জানান, মুজিব বর্ষে শেখ হাসিনার প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে টানা ২০দিন বিদ্যুৎ অফিসে গিয়েছি এবং বিদ্যুৎ নেই এমন প্রতিটি বাড়িতে গিয়ে টাকা তুলেছি, লাইন ম্যানের সাথে কাজ করেছি। যখন কলমাকান্দা জোনাল অফিসের এজিএম কে সব খুলে বললাম তিনি সহযোগিতা করার আশ্বাস দিলেন এবং আমার কথা শুনে সর্বাত্মক সহযোগিতা করেছেন। কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আনিসুল হক ভাইকে অসংখ্য ধন্যবাদ । এছাড়াও যিনি সহযোগিতা করেছেন যার কথা না বললেও নয়, তিনি হলেন কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসলাম ভাই।

কামাল বলেন, এলাকাবাসী নতুন বিদ্যুৎ পেয়ে অনেক খুশি। আমি মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করতে পেরেছি বলে অনেক ভালো লেগেছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]