18238

নকল মাস্ক সরবরাহের অভিযোগে ঢাবি কর্মকর্তা আটক

নকল মাস্ক সরবরাহের অভিযোগে ঢাবি কর্মকর্তা আটক

2020-07-25 05:56:23

নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগের মামলায় অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ।  বিষয়টি নিশ্চিত করেছেন ডি‌বির রমনা জোনের ডিসি আজিমুল হক।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) নকল মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন বলেন, ‘গত বৃহস্পতিবার শাহবাগ থানায় আমরা অপরাজিতা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছি। শর্ত অনুযায়ী তাদের যে মাস্ক ও গ্লাভস সরবরাহের কথা ছিল সেগুলো তারা দেয়নি।’

তাদের সাথে বিএসএমএমইউ’র চুক্তি অটোমেটিক বাতিল হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয়। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার তার উত্তর দিয়েছেন অপরাজিতা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান। তিনি বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন।

জবাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, নকল মাস্ক সরবরাহ করার কোনো ইচ্ছে তাদের ছিল না। তাদের কাছে যেভাবে প্যাকেটজাত অবস্থায় মাস্কগুলো এসেছে, সেভাবেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। তবে অভিযোগ পাওয়ার পর পরই তারা সেসব মাস্ক প্রত্যাহার করে নিয়েছে।

  • আটক হওয়ার আগে মঙ্গলবার তিনি বলেন,
  • অভিযোগের বিষয়টিকে ষড়যন্ত্র উল্লেখ করে শারমিন জাহান বলেন , আমি সারাজীবন সততার সাথে জীবনযাপন করে এসছি, এখনো করছি। আমি যে মাস্ক দিয়েছি সেগুলো ডাইজেন থেকে এপ্রুভ করা ছিলো। আমার মাস্ক তারা রিসিভ করে রাখছে। তার দুই দিন পরে সেই মাস্কে সমস্যার কথা বলা হয়েছে। আমি গ্রাহক সন্তুষ্টির কথা বিবেচনা করে তাৎক্ষণিক ভাবে সেই প্রোডাক্ট ফেরত নিয়ে এসেছি।
  • তিনি বলেন, আমি বিল সাবমিট করিনি, টাকাও নেইনি। আমাকে শোকজ করা হয়েছে। আমি অলরেডি তার জবাবও দিয়েছি।
  • তিনি জানান, এই করোনার সময়ে আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। স্বেচ্ছাসেবা দিয়ে যাচ্ছি। কোনদিন টাকার পিছনে ছুটিনি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মান সম্মানের সাথে কবর পর্যন্ত যেতে চেয়েছি। সেই আমি কেনো এমন ষড়যন্ত্রের শিকার বুঝতে পারছি না কিছুই। আল্লাহ রাব্বুল সব কিছুর মালিক। তিনি সব জানেন।
সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]