18370

বিভাগীয় শহরগুলোতে হবে পুলিশের স্কুল-কলেজ

বিভাগীয় শহরগুলোতে হবে পুলিশের স্কুল-কলেজ

2020-08-06 05:17:49

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ (আইজিপি) দেশের আটটি বিভাগীয় শহরে আটটি স্কুল ও কলেজ (আবাসিক/অনাবাসিক) প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন।

এ বিষয়ে প্রতিটি বিভাগের পুলিশ কর্মকর্তাদের মতামত নেয়া হবে।

বুধবার (০৫ আগস্ট) সকালে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্য আলোচক ছিলেন পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) এস এম রুহুল আমিন।

পুলিশ সদরদফতরের এডুকেশন শাখা আয়োজিত অনুষ্ঠানে ডিএমপির কনস্টেবল থেকে উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠায় তাদের মতামত ব্যক্ত করেন।

এতে পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (ওয়েল ফেয়ার) মো. বশির উদ্দিন আহমেদ, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএমসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]