18556

জঙ্গী তৎপরতার বিরুদ্ধে ছাত্রলীগের কালো পতাকা প্রদর্শন

জঙ্গী তৎপরতার বিরুদ্ধে ছাত্রলীগের কালো পতাকা প্রদর্শন

2020-08-17 21:49:17

২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের সময় ‘জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ’ (জেএমবি) দেশের ৬৩ জেলার (মুন্সীগঞ্জ বাদে) গুরুত্বপূর্ণ স্থানে প্রায় সাড়ে ৫শ’ বোমার বিস্ফোরণ ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে জঙ্গী হামলার প্রকাশ্যে প্রচার চালায়।

হামলায় দু‘জন নিহত হওয়ার মধ্য দিয়ে শুরু হয় প্রকাশ্যে জঙ্গী কার্যক্রম।

১৭ই আগস্ট দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ২০০৫ সালের ১৭ই আগস্ট সারাদেশে ঘটে যাওয়া সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

সভায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বিএনপি ও জামায়েতের আশ্রয়ে সেদিন সিরিজ বোমার মত নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। জোট সরকারের আমলে এদেশের মানুষ বিব্রতকর পরিস্থিতিতে জীবনযাপন করেছে কিন্তু বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর জনগণ নির্বিঘ্নে জীবনযাপন করছে। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এসময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, বাংলাদেশ জঙ্গিবাদের ঠাঁই নাই এর ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবং বাংলাদেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করেনা জঙ্গীদের মদদদাতাদের ধিক্কার জানাই।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এবং হল শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]