19330

বেফাকের ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

বেফাকের ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

2020-09-27 04:03:31

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) হিফজুল কোরআন ও ইলমুত তাজবিদ মারহালার ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেফাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার ফলাফলের সব তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইটে (www.wifaqresult.com) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় গড় পাসের হার ৯১ দশমিক ৯৫ শতাংশ। হিফজুল কোরআন মারহালায় মোট পরীক্ষার্থী ২২ হজার ৮৭৬ জন ও ইলমুত তাজবিদ মারহালায় ৯২৬ অংশগ্রহণ করেন।

পরীক্ষায় স্টার মার্ক পেয়েছেন পাঁচ হাজার ৮৬২ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ১৩ হাজার ১২৭ জন। অনুপস্থিত পরীক্ষার্থী ৯ হাজা ৮২২ জন।

শনিবার বেলা ১২টায় বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ যুবায়ের, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক ও মুহা. রফিকুল হক পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরীর কাছে হস্তান্তর করেন। পরে তিনি ফলাফল ঘোষণা করেন।

বেফাকের মহাপরিচালক বলেন, কওমি মাদরাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজির স্থাপন করেছে। এরাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের বাণী তুলে ধরবে বলে আমার একান্ত বিশ্বাস।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হিফজুল কোরআনের ৭৪টি গ্রুপে (প্রতি গ্রুপে ৩ জন করে) ও ইলমুত তাজবিদ ওয়াল ক্বিরআত বিভাগে তিনটি গ্রুপে (প্রতি গ্রুপে ৩ জন করে) পৃথকভাবে মেধাতালিকায় শীর্ষে রয়েছেন অনেকেই।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]