20248

শহিদ নুর হোসেন স্কয়ারে মুক্তিযুদ্ধ মঞ্চের শ্রদ্ধাঞ্জলি

শহিদ নুর হোসেন স্কয়ারে মুক্তিযুদ্ধ মঞ্চের শ্রদ্ধাঞ্জলি

2020-11-10 23:23:40

আজ ১০ নভেম্বর শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে সকাল ৯টায় গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থিত শহীদ নুর হোসেন চত্বরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো: আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বাপ্পী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাকসুদ হাওলাদার, রোমান হোসেন, আনসার আলী, মনিরুল ইসলাম, আইবি শাখার সভাপতি বোরহান আহমেদ, গেন্ডারিয়া থানার সভাপতি ফাহিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুন বলেন, "১৯৮৭ সালে এই দিনে তৎকালীন স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহীদ হন নুর হোসেন। বুকে পিঠে “গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরতন্ত্র নিপাত যাক” স্লোগান ধারণ করে নুর হোসেনের এই মহান আত্মত্যাগের দিবসটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি বিরল ঘটনা। শহীদ নুর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন আরও বেগবান হয় এবং অব্যাহত লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালে ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতন ঘটেছিল"।

"জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শ প্রতিষ্ঠার জন্য শহীদ নুর হোসেন রাজপথে নিজের জীবন দিয়েছিলেন। শহীদ নুর হোসেন এর রক্ত আমরা কখনোই বৃথা যেতে দিবো না। আমরা তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।"

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]