20491

শান্তি বজায় রাখতে মামুনুল হক আসেননি: বাবুনগরী

শান্তি বজায় রাখতে মামুনুল হক আসেননি: বাবুনগরী

2020-11-28 04:22:03

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা মামুনুল হক শান্তি বজায় রাখতে মাহফিলে অংশ নিতে যাননি বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী।

আজ শুক্রবার সন্ধ্যায় হাটহাজারি উপজেলার পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের বক্তব্যে তিনি এ কথা জানান।

বাবুনগরী বলেন, ‘সরকার ও প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে। মামুনুলের মাহফিলে অংশ নেওয়ার বিষয়ে তাদের আপত্তি থাকায় তিনি আসেননি।’

তিনি আরও বলেন, ‘হেফাজতে ইসলাম সবসময় শান্তির পক্ষে। মামুনুল না আসলেও, তার নামে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, তাকে অপমান করা হয়েছে, আমরা সরকারের কাছে এর প্রতিকার চাই।’

‘আইনশৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। হেফাজতে ইসলামও কোনো অরাজকতা চায় না’, যোগ করেন তিনি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]