20635

মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

2020-12-10 17:34:18

সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী প্রচারণা ছড়িয়ে দেয়ার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক।

এর আগে গতকাল বুধবার হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মোহাম্মদ জোনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিস নেতা মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেছে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]