20865

ছাত্রজীবনে অর্থ উপার্জনের ১০ উপায়

ছাত্রজীবনে অর্থ উপার্জনের ১০ উপায়

2020-12-27 19:05:43

1. টিউশনি: এটি শিক্ষার্থীদের মধ্যে অর্থ উপার্জনের সবচেয়ে প্রচলিত মাধ্যম

2. ইউটিউবিং ও ফেইসবুকিং: ফেইসবুক ও ইউটিউবে ভিডিও কনটেন্ট নির্মাণ করে অর্থ উপার্জন করা যায়। এ বিষয়টি বিস্তারিত জানতে গুগলে সার্চ করতে পারেন হাউ টু আর্ন মানি অন ফেইসবুক, ইউটিউব।

3. গ্রাফিক্স ডিজাইন: গ্রাফিক্স ডিজাইন একটু কঠিন কাজ। শিখতে পারলে সহজে অর্থ উপার্জন সম্ভব। বিভিন্ন কোম্পানির সঙ্গে এসব কাজ করা যায়।

4. ট্রানসলেশন ও ভাষা শিক্ষা: অনুবাদ সবচেয়ে জনপ্রিয় সাহিত্য । বিভিন্ন কোম্পানির দোভাষী প্রয়োজন হয় । আপনি জাপানিজ, চাইনিজ, স্প্যানিশ, এরাবিক, ইংলিশে এসব কয়েকটি ভাষার মধ্যে যেকোনো একটি ভাষায় দক্ষ হন। সহজেই কাজ পাবেন।

5. ফটোগ্রাফি: অত্যাধুনিক এই পৃথিবীতে ইন্টারনেটের ব্যবহার বাড়ার সাথে সাথে বেড়েছে ফটোগ্রাফির গুরুত্ব। শিক্ষা জীবনের শুরু থেকে যদি আপনি ফটোগ্রাফির কাজে দক্ষ হতে থাকেন সহজেই অর্থ উপার্জন সম্ভব।

6. ওয়েবসাইট ও কোডিং: এ মাধ্যম একটু কঠিন হলেও এখানে মোটা অংকের অর্থ উপার্জন সম্ভব। ওয়েবসাইট বানিয়ে গুগল অ্যাডসেন্স থেকে অর্থ উপার্জন করা যায়। এবং কোডিং এর কাজ শিখতে পারলে আপনি ওয়েবসাইট নির্মাণ করতে পারবেন। বর্তমানে পৃথিবীর সকল প্রতিষ্ঠানই ওয়েবসাইট নির্মাণ করে থাকে। ফলে কাজের পরিমাণও প্রচুর

7. ইভেন্ট ম্যানেজমেন্ট

8. ফ্রিল্যান্সিং: উপরে উল্লেখিত কাজগুলি সাধারণত ফ্রিল্যান্সিংয়ের কাজ। বিভিন্ন ধরনের কাজ রয়েছে। ফ্রিল্যান্সিংয়ের কাজ করার জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফাইবার। এখানে ন্যূনতম পাঁচ ডলারের কাজ পাওয়া যায়। আস্তে আস্তে দক্ষ হলে আপনি আরো ভালো ভালো ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাবেন

9. পার্ট টাইম জব: বিভিন্ন কোম্পানির ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পারেন। বিশেষ করে উৎসবের দিনগুলোতে কোম্পানি গুলো অতিরিক্ত লোকবল নিয়োগ দিয়ে থাকে।

10. লেখালেখি:  বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতে পারেন। এছাড়াও এমফিল-পিএইচডি বা গবেষণাা প্রবন্ধ কম্পিউটারে টাইপ করে দিয়েও অর্থ উপার্জন করা যায়। পত্রপত্রিকায় ফিচার লিখতে পারেন। আন্তর্জাতিক আর্টিকেলস থেকে অনুবাদ করে দিতে পারেন।

https://youtu.be/1sLoEQRZ08s

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]