20891

একজন নেতার প্রধান কাজই হলো লোক দেখানো

একজন নেতার প্রধান কাজই হলো লোক দেখানো

2020-12-29 13:30:21

মানুষ সাধারণত দুইভাবে শেখে, দেখে এবং ঠেকে। প্রয়োজন ও পরিস্থিতি যেমন মানুষকে করণীয় শিখিয়ে দেয় তেমনি কাউকে ভালো কিছু করতে দেখলে, ভিতর থেকে সে কাজের প্রতি ভালোলাগা কাজ করে, অনুপ্রাণিত হয়ে সে নিজে সেটা অনুকরণ ও অনুসরণ করার চেষ্টা করে।

নেতৃত্ব হল মানুষের জন্য একটি পথ খুলে দেওয়া, যাতে তারাও কোন অসাধারণ কাজ করতে নিজেরা অবদান রাখতে পারেন।

নেতা অন্যদের প্রভাবিত করতে নিজে সামনে থেকে কাজ করবেন, ঝুঁকি নেবেন, পথ দেখাবেন এবং দেশ, মাটি ও মানুষের সামগ্রিক কল্যাণে দলের কর্মী-সমর্থক- শুভাকাঙ্ক্ষী ও আমজনতাকে সেই দেখানো পথে পরিচালিত করার চেষ্টা করবেন।

একজন নেতার প্রধান কাজই হলো লোক দেখানো। নিজে ভালো কাজ করবেন, সেটা ফলাও করে প্রচার করে অন্যদের শেখাবেন, অনুরূপ কাজ করতে উৎসাহিত করবেন।

তাই, যদি নিন্দুকের মুখে ছাই দিয়ে, ইতিবাচক মানসিকতা ও সহানুভূতিশীল-মানবিক হৃদয় নিয়ে, নিজের সামর্থ্যের প্রতি আস্থা রেখে, ভালোবাসা ও সততার সাথে ভালো কাজ করতে পারেন এবং দারুণ শো-অফের মাধ্যমে অন্যদের সেই কাজ করতে প্রভাবিত করতে পারেন, তাহলে আপনিই প্রকৃত ও আসল নেতা, জনতার নেতা।

লেখক: গোলাম রাব্বানী-সাবেক জিএস ডাকসু এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]