আহসানুল্লাহ ইউনিভার্সিটির ছাত্রীকে জন্মদিনের শুভেচ্ছা সোনম কাপুরের
2021-01-11 23:14:05
দিনের পর দিন প্রিয় তারকাকে নানারকম শুভেচ্ছায় ভাসান ভক্তরা। তার কিঞ্চিতই চোখে পড়ে আকাশে উড়ন্ত তারকাদের। খুব বেশি সৌভাগ্য না হলে সেসবের উত্তর মিলে না। তবে বলিউড তারকা সোনম কাপুর চমকে দিলেন এক বাংলাদেশি ভক্তকে।
তিনি ওই ভক্তের জন্মদিনে তাকে শুভেচ্ছা দিয়েছেন। সেই শুভেচ্ছার স্ক্রিনশট বেশ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
গতকাল (১০ জানুয়ারি) ছিল তরুণী সাবরিনা ইলার জন্মদিন। তিনি বাংলাদেশি। তাকে ভেরিফায়েড টুইটার প্রোফাইল থেকে শুভেচ্ছা জানিয়েছেন সোনম। লিখেছেন, ‘শুভ জন্মদিন সাবরিনা ইলা। দিনটি সুন্দর হোক।’
প্রিয় তারকার শুভেচ্ছা পেয়ে উচ্ছ্বসিত তরুণী ইলা জবাবে টুইটারে লিখেছেন, ‘কতটা খুশি হয়েছি তা তুমি জানো না। সত্যিই আমি সৌভাগ্যবান! আমি তোমাকে ভালোবাসি।’
ইলার ফেসবুক থেকে জানা গেল, ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি। টুইটার ও ইনস্টাগ্রামে ‘সোনম কাপুর আহুজা ক্যাফে’ নামে একটি ফ্যান ক্লাব পরিচালনা করেন। সেই সূত্রেই সোনমের সঙ্গে তার পরিচয়।