21212

ঢাকা মেডিক্যালে প্রথম টিকা নিচ্ছেন ডা. ফরহাদ

ঢাকা মেডিক্যালে প্রথম টিকা নিচ্ছেন ডা. ফরহাদ

2021-01-26 19:17:52

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনাভাইরাসের প্রথম টিকা নিচ্ছেন ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী। দেশে টিকাদান শুরুর প্রথম দিন বৃহস্পতিবারই ডা. ফরহাদকে করোনা টিকা দেয়া হচ্ছে।

ঢাকা মেডিক্যালের মেডিসিন অ্যান্ড ইনফেকশন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ডা. ফরহাদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‌‍‍‘আগামী বৃহস্পতিবার টিকা কার্যক্রমের উদ্বোধন হবে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত টিকা নেয়ার তালিকায় আমিই প্রথমে আছি। সবকিছু ঠিক থাকলে আমিই ঢামেকে সবার আগে টিকা নিচ্ছি।’

তিনি বলেন, ‘টিকা গ্রহণ নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। মূলত এটা দূর করার জন্য যারা চিকিৎসক-নার্সসহ ফ্রন্টলাইনার রয়েছেন, তারা প্রথম টিকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের এই উদ্যোগটা মূলত সাধারণ মানুষকে সচেতন করার জন্যই। এটা সাকসেসফুল হলে আশা করি সারা দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে এই টিকা গ্রহণ করবে।’

টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগের কিছু নেই বলেও জানান তিনি।

ডা. ফরহাদ বলেন, ‘ডিসেম্বরের প্রথম থেকেই বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শুরু থেকে সবার মধ্যেই পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে একটু আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং ব্যাপক আকারে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এটা কাটতে শুরু করেছে। বাংলাদেশে ব্যাপক হারে টিকাদান কর্মসূচি শুরু হলে এটা কেটে যাবে; এটাই স্বাভাবিক।

‘বিভিন্ন দেশে হাজার হাজার স্বাস্থ্যকর্মী এই টিকা নেয়ার পরও যখন খুব বেশি সমস্যা দেখা দেয়নি, তখনই জনমনে আতঙ্ক শেষ হয়ে গেছে। আমাদের দেশে হাজার হাজার স্বাস্থ্যকর্মী টিকা নেয়া শুরু করলে উৎকণ্ঠা কেটে যাবে।’

তার পরিবারও প্রথম দিকে টিকা পাচ্ছে কি না, সে প্রসঙ্গে ডা. ফরহাদ বলেন, ‘আমার স্ত্রী ডাক্তার, তার শিডিউলটা এখনও আসেনি, আগামী মাসের মাঝামাঝি সময়ে হয়তো উনি পেতে পারেন, তালিকা পেতে একটু দেরি হতে পারে।’

সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার টিকা নিয়ে সমালোচনার জবাবে তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশের ৬০ শতাংশ টিকা সিরাম ইনস্টিটিউট থেকে নেয়া হচ্ছে। বাংলাদেশে যেসব টিকাদান কর্মসূচি চলমান রয়েছে, তার অধিকাংশই সিরামে উৎপাদিত টিকার মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে।

তিনি বলেন, ‘যেসব চিকিৎসক করোনা মোকাবিলায় প্রথম সারিতে কাজ করেছেন তাদের তালিকা তৈরি করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। এমন এক হাজার ডাক্তারের তালিকা তৈরি হয়েছে। এর মধ্যে প্রথমে ১০০ জনের তালিকা ধরে টিকা দেয়া হবে। আমাকে মোবাইলে বিষয়টি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।’

ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার হিসেবে কর্মরত। একই সঙ্গে ঢামেকের মেডিসিন অ্যান্ড ইনফেকশন রোগ বিশেষজ্ঞ হিসেবেও সেবা দিচ্ছেন। তিনি সিলেট মেডিক্যাল কলেজের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ডা. ফরহাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার করোনা টিকা কার্যক্রম শুরুর সব প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে টিকা দেয়া শুরু হবে।

প্রথমে চিকিংসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া হবে। এ ছাড়াও হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসারদের দেয়া হবে ধারাবাহিকভাবে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে টিকা দেয়ার স্থান নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, টিকা দেয়ার সময় নার্স, স্বেচ্ছাসেবী ও চিকিৎসকরা উপস্থিত থাকবেন। টিকা দেয়ার পরে ওই ব্যক্তিকে ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]