21418

মানিকগঞ্জে ছাত্রলীগের পদবঞ্চিতদের মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জে ছাত্রলীগের পদবঞ্চিতদের মহাসড়ক অবরোধ

2021-02-17 22:59:11

মানিকগঞ্জের শিবালয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রলীগের পদবঞ্চিতরা। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উথলী মোড় এলাকায় অবরোধের কারণে সড়কে প্রায় আধাঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এসময় ঢাকা থেকে ঝিনাইদহ যাওয়ার পথে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার রাজের কাছে নেতাকর্মীরা নানা অভিযোগ করেন।

আব্দুল জব্বার রাজ সাংবাদিকদের বলেন, ‘নেতাকর্মীদের অভিযোগের বিষয়টি তিনি অবগত হয়েছেন। কেন্দ্রীয় কমিটিতে এ বিষয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

এর আগে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন উপজেলা ছাত্রলীগের একাংশের নেতারা। তারা বলেন, গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে তারা জানতে পারেন রাকিব হাসনাত আওয়ালকে সভাপতি এবং নাজমুল হুদা নয়নকে সাধারণ সম্পাদক করে শিবালয় উপজেলার ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

তারা অভিযোগ করেন, কমিটি গঠনের আগে স্থানীয় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কোন নেতৃার সাথে আলোচনা করা হয়নি। জেলা ছাত্রলীগ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছাত্রদল থেকে অনুপ্রবেশকারী হিসাবে পরিচিত ওই দুইজনকে দিয়ে কমিটি গঠন করেছে। সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে নাশকতাসহ অন্তত্ব ৮ মামলা রয়েছে। ছাত্রলীগের নীতি বহিভূর্তভাবে দেয়া এই কমিটি অবিলম্বে বাতিল করে কাউন্সিলের মাধ্যমে পুনরায় কমিটি গঠনের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে আগমীতে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মিরাজ হোসেন লালন, ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি নাজমুল হাসান মীম, সাধারণ সম্পাদক দুলাল হোসেন প্রমুখ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]