21441

এ টি এম শামসুজ্জামান-এর মৃত্যুতে ঢাবি ভিসির শোক প্রকাশ

এ টি এম শামসুজ্জামান-এর মৃত্যুতে ঢাবি ভিসির শোক প্রকাশ

2021-02-20 22:44:05

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ টি এম শামসুজ্জামান-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

আজ ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার এক শোক বাণীতে উপাচার্য বলেন, এ টি এম শামসুজ্জামান ছিলেন অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব । তিনি ছিলেন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন নাটকের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার ও গল্পকার। তিনি যেসব চরিত্রে অভিনয় করেছেন, সেখান থেকে গভীরভাবে নিজে শিক্ষা গ্রহণ করেছেন এবং সমাজকে শিক্ষা দিয়েছেন। তাঁর শিক্ষা ও মূল্যবোধ সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের গভীরভাবে অনুপ্রাণিত ও উজ্জীবিত করবে। অভিনয় শিল্পে অসামান্য অবদানের জন্য বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী গুণী এই অভিনেতা স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, এ টি এম শামসুজ্জামান আজ ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার রাজধানীর সূত্রাপুরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]