21529

হত্যাকান্ডের শিকার ছাত্রলীগ নেতার পরিবারের পাশে রাব্বানী

হত্যাকান্ডের শিকার ছাত্রলীগ নেতার পরিবারের পাশে রাব্বানী

2021-03-04 05:24:36

নৃশংস হত্যাকান্ডের শিকার, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সিংগাইর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ফারুক হোসেন মিরুর কবর জিয়ারত করেছেন এবং পরিবারের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস এবং সামাজিক সংগঠন টিম পজিটিভ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা গোলাম রাব্বানী।

বুধবার রাত সাড়ে দশটার দিকে তিনি মানিকগঞ্জে ওই ছাত্রলীগ নেতার বাড়ীতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

গোলাম রাব্বানী বলেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। ইতিমধ্যেই হত্যাকাণ্ডে ব্যবহৃত বাহন ও অস্ত্র উদ্ধার এবং হত্যাকান্ডে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে সাড়াঁশী অভিযান চলছে, শীঘ্রই সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছেন মানিকগঞ্জ জেলার  পুলিশ সুপার রিফাত শামীম।

নিহত ছাত্রলীগ নেতার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলছেন রাব্বানী

এর আগে মানিকগঞ্জের সিংগাইরের ছাত্রলীগ নেতা মিরু হত্যার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার আজিমপুর গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে ইমরান মোল্লা (২০), সোহান মোল্লা (১৮), একই গ্রামের শামসুল হকের ছেলে ইমান আলী (৩০)।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত দুটি সিএনজি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। হত্যার ঘটনায় মিরুর ভাই হিরু মিয়া বাদী হয়ে থানায় ১২ জনের নামে এবং অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সোমবার (১ মার্চ) রাত দেড়টার দিকে সিংগাইরের জয়মন্ডপ এলাকার একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]