21726

নারী সাংবাদিককে অপমান, ব্রাজিলের প্রেসিডেন্টকে জরিমানা

নারী সাংবাদিককে অপমান, ব্রাজিলের প্রেসিডেন্টকে জরিমানা

2021-03-29 23:55:49

এক নারী সাংবাদিককে অপমানজনক মন্তব্য করার দায়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার (২৮ মার্চ) নারী সাংবাদিকের সম্মানহানির জন্য প্রেসিডেন্ট বলসোনারোকে ক্ষতিপূরণ হিসেবে সাড়ে তিন হাজার মার্কিন ডলার জরিমানা করেন আদালত।

তবে আদালতের এই নির্দেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রেসিডেন্ট। ২০১৯ সালের জানুয়ারিতে ক্ষমতা নেয়ার পর থেকে সাংবাদিকদের নিয়ে বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন ডানপন্থি প্রেসিডেন্ট জেইর বলসোনারো।

গত বছর প্যাট্রিসিয়া ক্যাম্পোস নামের এক নারী সাংবাদিককে নিয়ে বলসোনারো বলেন, তার সম্পর্কে নেতিবাচক তথ্যের বিনিময়ে একটি পক্ষকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন ওই সাংবাদিক। ওই মন্তব্যের পর মানহানির অভিযোগ করেন প্যাট্রিসিয়া ক্যাম্পোস।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]