21734

টিআইবি ইয়েস গ্রুপের পলিসি প্রতিযোগিতা ২০২১ আয়োজন

টিআইবি ইয়েস গ্রুপের পলিসি প্রতিযোগিতা ২০২১ আয়োজন

2021-03-31 03:50:33

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) 'র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ইয়েস গ্রুপের উদ্যোগে আয়োজন করা হচ্ছে জাতীয় পলিসি প্রতিযোগিতা ২০২১ ।

'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ' বিষয়ে দেশের বিদ্যমান উন্নয়ন সেক্টরগুলোর নতুন পলিসি কিংবা চলমান পলিসিতে সংশোধনী দিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেকোন দুজন শিক্ষার্থী মিলে গ্রুপ করে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ।

আয়োজকরা বিস্তারিত জানার জন্য মুঠোফোনে ০১৭৬৭৬১১০০১ বা ০১৭৪৪১৪০২১৫ নম্বর দুটিতে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে । এ আয়োজনের উদ্দেশ্যের ব্যাপারে জানতে চাইলে সংগঠনটির ডেপুটি লিডার আরজু আফরিন ক্যাথি বলেন- "সময় অতিবাহিত হচ্ছে, দেশ ও পৃথিবী এগিয়ে যাচ্ছে আর সময়ের সাথে সাথে আমাদের উন্নয়নকার্যে নানা ধরনের নতুন পলিসি গ্রহণ বা বিদ্যমান পলিসিতে সংশোধন করা সময়েরই দাবী হয়ে দাঁড়িয়েছে। কখনো সেগুলো জনকল্যাণমুখী হয় কখনো বা ব্যতিক্রম।

পলিসি গ্রহণ এবং যথাযথ পর্যালোচনা করার সক্ষমতা শিক্ষার্থীদের মধ্যে তৈরী করাই এ প্রতিযোগিতার উদ্দেশ্য । কারণ টিআইবি-ইয়েস গ্রুপ বিশ্বাস করে আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামীর নীতি-নির্ধারক।"

উল্লেখ্য, প্রতিযোগীদেরকে আগামী ০৭ এপ্রিল রাত ১১.৫৯ মিনিটের মধ্যেই নির্ধারিত নিয়মে [email protected] এই ঠিকানায় তাদের পলিসি মেইল করতে বলা হয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]