21806

হেফাজতের এমন মিথ্যাচার আল্লাহ সইবেন না : ছাত্রলীগ

হেফাজতের এমন মিথ্যাচার আল্লাহ সইবেন না : ছাত্রলীগ

2021-04-10 07:52:22

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় চালানো নারকীয় তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।

সে সময় লিখিত বক্তব্য পাঠ করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, ‘আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ওইদিন আমাদের দলের মিছিলের কেউ মাদ্রাসায় কিংবা তার আশপাশে যায়নি। এমনকি কেউ গুলিও চালায়নি। তারা এ সংক্রান্ত কোনও তথ্য দিতে পারবে না। হেফাজতের এমন মিথ্যাচার আল্লাহ সইবেন না।’

শুক্রবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সারা পৃথিবী জেনেছে গত ২৬ মার্চ সমস্ত বাঙালি জাতি যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছিল, তখনই ব্রাহ্মণবাড়িয়ায় নারকীয় তাণ্ডব চালায় হেফাজত সমর্থিত মাদ্রাসাছাত্ররা। হেফাজত নেতারা ঘটনার শুরু থেকেই মিথ্যার আশ্রয় নিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।’
ছাত্রলীগের এ নেতা বলেন, ‘গত ৫ এপ্রিল হেফাজত নেতারা সংবাদ সম্মেলনে বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবে হেফাজতের কেউ জড়িত নেই। আমরা তাদের এই বক্তব্যকে নিছক মিথ্যাচার ও জঘন্য অপরাজনীতি বলে মনে করি। তাদের এই বক্তব্য ধর্মপ্রাণ মানুষকে মারাত্মকভাবে মর্মাহত করেছে।’

তিনি বলেন, ‘আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ওই দিন আমাদের দলের মিছিলের কেউ মাদ্রাসায় কিংবা তার আশপাশে যায়নি। এমনকি কেউ গুলিও চালায়নি। তারা এ সংক্রান্ত কোনও তথ্য দিতে পারবে না। হেফাজতের এমন মিথ্যাচার আল্লাহ সইবেন না। তারা অপ্রচার করছে আমাদের মিছিল করার কারণেই হামলা ভাঙচুর তাণ্ডব ছড়িয়ে পড়েছে। তাহলে আমরা প্রশ্ন রাখতে চাই ২৬ মার্চ কাদের উসকানিতে শহরজুড়ে ভাঙচুর করা হয়েছিল কেন।’

সে সময় ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সকল ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায় ছাত্রলীগ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকুর রহমান শ্রাবণসহ অন্য নেতারা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]