21867

বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপের দরখাস্ত আহ্বান

বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপের দরখাস্ত আহ্বান

2021-04-17 21:43:39

চলতি বছর ‘ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ’ চালু করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়ে কর্মরত অধ্যাপক বা অবসরপ্রাপ্ত অধ্যাপকেরা এর জন্য আবেদন করতে পারবেন। ইউজিসি থেকে ফেলোশিপের জন্য দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন চাওয়া হয়েছে।

ইউজিসি জানিয়েছে, উচ্চশিক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য অবদানকে স্মরণীয় করে রাখতে তাঁর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রবর্তিত ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ফেলোশিপের জন্য দেশি, বিদেশি সব বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউটের অধ্যাপক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক (বয়স ৫৫-৭০ বছরের মধ্যে) আবেদন করতে পারবেন।

আগ্রহীরা কমিশনের নির্দিষ্ট ছকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে গবেষণা প্রস্তাব আগামী ২০ মের মধ্যে ইউজিসির পরিচালক (রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশন) বরাবর ডাকযোগে ও ই–মেইলে দরখাস্ত পাঠাতে পারবেন। আবেদনকারীকে নির্ধারিত ফরমে দরখাস্ত করতে হবে।

ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ নীতিমালা, আবেদন ফরম ও বিজ্ঞপ্তি ইউজিসি ওয়েবসাইটে (www.ugc.gov.bd) এ পাওয়া যাবে। নোটিশটি বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটে বহুল প্রচারের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে ইউজিসি। প্রতিবছর একজন অধ্যাপক/ গবেষক এ ফেলোশিপের জন্য বিবেচিত হবেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]