21929

বুয়েটের অনলাইন শিক্ষা কার্যক্রমও বন্ধ

বুয়েটের অনলাইন শিক্ষা কার্যক্রমও বন্ধ

2021-04-27 12:51:16

চলমান পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুসারে লকডাউনের সময়সীমা এক সপ্তাহ বাড়ানোয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনলাইন শিক্ষা কার্যক্রমও এক সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সরকারের চলাচল বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত হওয়ায় অনলাইন শিক্ষা কার্যক্রমও বন্ধের সিদ্ধান্ত নেয় বুয়েট। ২৮ এপ্রিল পর্যন্ত অনলাইন ক্লাস বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

গত বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি টার্মের ক্লাস অনলাইনে শুরু করলেও করোনা পরিস্থিতির হঠাৎ অবনতি হওয়ায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ঘোষণা করে বুয়েট।

চলমান পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুসারে লকডাউনের সময়সীমা এক সপ্তাহ বাড়ানোয় বুয়েটের অনলাইন শিক্ষা কার্যক্রমও এক সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]