21948

সেই অসহায় মা ও সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করলেন সৈকত

সেই অসহায় মা ও সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করলেন সৈকত

2021-04-29 20:30:38

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই মায়ের শিশু সন্তানের জন্য দুধ পৌঁছে দিলেন ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক তানভির হাসান সৈকত। আজ বুধবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটপাতে থাকা মায়ের হাতে দুধের প্যাকেট তুলে দেন তিনি। সেই সঙ্গে প্রতি রাতে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেন তিনি।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক মা একটি বাধাকপি, কিছু বেগুন, টমেটো আর ঢেড়শ নিয়ে রাস্তার পাশে সন্তানকে কোলে নিয়ে বসে আছেন। জনমানবহীন খালি ফুটপাতে এই কয়েকটি সবজি নিয়ে তিনি কী করছেন, তা অনেকেই কৌতূহল নিয়ে জানতে চান। উত্তরে তিনি জানান, একজনের খেতে দেওয়া সবজি বিক্রি করে নিজের শিশু সন্তানের জন্য দুধ কিনবেন।

লকডাউনের কারণে স্বামীর উপার্জন বন্ধ থাকায় সাড়ে তিন মাস বয়সী সন্তানের মা আসমা বেগম শিশু হালিমাকে কোলে নিয়ে সবজি বিক্রি করতে পথে বসেন। সন্তানের দুধের টাকা জোগাড় করতে অন্যের দেওয়া খাবারটুকু নিজেরা না খেয়ে এ ছাড়া তাঁর অন্য কোনো উপায় ছিল না বলেও জানান তিনি।

এই দৃশ্য অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। কয়েকটি গণমাধ্যমে খবরও প্রচারিত হয়।

বিষয়টি ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক তানভির হাসান সৈকতের দৃষ্টিতে এলে তিনি সে মায়ের সঙ্গে দেখা করেন। তিনি ওই সন্তানের জন্য দুধ ও লকডাউনে তার পরিবারের খাবার ব্যবস্থা করেন।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা সৈকত বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সন্ধ্যায় ওই মায়ের হাতে সন্তানের জন্য গুড়ো দুধ পৌঁছে দিয়েছি। এ ছাড়া প্রতি রাতে খাবার পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিয়েছি। এই আপদকালীন সময়ে বাচ্চার খাবারের জন্য এই মাকে আর চিন্তা করতে হবে না।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]