22020

রোগীদের অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ

রোগীদের অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ

2021-05-10 09:46:43

সংকটে পরা রোগীদের অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আরে এর নেতৃত্ব রয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক ঝাঁক নেতা।

গত ১৩ এপ্রিল থেকে বাংলাদেশ ছাত্রলীগের অনন্য এই সেবাটি চালু হয়। প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর ভিতরে শুধুমাত্র করোনা রোগী পরিবহনের কথা বলা হলেও, চলমান লকডাউনে সকল যান চলাচলে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে সৃষ্ট সমস্যার কথা চিন্তা করে অন্যান্য রোগী পরিবহনে ও সেবাটি বিবামূল্যে প্রদানের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

ছাত্রলীগের বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবার জন্য প্রয়োজনীয় হটলাইন নাম্বার সমূহ হলঃ

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার - ০১৭৩৪-৯৭৩৯৮৮; উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফেরদৌস শাহরিয়ার নিলয়- ০১৭৩৬-০৬৩৭৮১; ফারুক আহম্মেদ- ০১৭২০-৬১০৫৬০; সালেকুর রহমান শাকিল- ০১৭১৯-৪৬২৩৭৮; মাজহারুল হক মাহফুজ- ০১৯২১-১০১৯২১।

.

ছাত্রলীগ নেতা ইমরান জমাদ্দার বলেন, আমাদের এ সেবা প্রাথমিকভাবে করোনা রোগীদের জন্য থাকলেও বর্তমানে যেকোনো রোগীদের আমরা সেবা দিচ্ছি। কারণ যানবাহনের বর্তমানে সংকট দেখা দিয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, করোনা সংকটের প্রথম থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। অ্যাম্বুলেন্স , ওষুধ সেবা ও করণা প্রতিরোধে সামগ্রী বিতরণ এবং খাদ্য সেবাসহ নানান ধরনের সহযোগিতা করে আসছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]