22178

ঢাবির শামসুন নাহার হলের নতুন প্রভোস্ট লাফিফা জামাল

ঢাবির শামসুন নাহার হলের নতুন প্রভোস্ট লাফিফা জামাল

2021-06-15 17:04:02

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. লাফিফা জামাল।

সোমবার (১৪ জুন) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এ পদে নিয়োগ দেন এবং এ দিন বিদায়ী প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সুপ্রিয়া সাহার নিকটে থেকে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের বিষয়টি অধ্যাপক ড. লাফিফা জামাল নিজেই নিশ্চিত করেছেন। এর আগে তিনি রোকেয়া হলের হাউজ টিউটরের দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটিরও একজন সদস্য।

নতুন দায়িত্ব গ্রহণ ও হলের পরিকল্পনা নিয়ে তিনি ঢাকা পোস্টকে বলেন, রোকেয়া হলে দীর্ঘ ১০ বছর কাজ করার কারণে হল পরিচালনায় আমার কিছু অভিজ্ঞতাও রয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন কারণে আবাসন সুবিধাটা ভালো পাচ্ছে না। আমি চেষ্টা করব আবাসন সুবিধাটা আরও জোরদার করার জন্য। এটা অবশ্য একদিনে করে ফেলা সম্ভব নয়, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। সে জন্য আমার প্রশাসনের সহযোগিতা লাগবে। শিক্ষার্থীদের ভালো পরিবেশ ও হলের সার্বিক উন্নয়নে কাজ করব।

শামসুন নাহার হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী হল। ১৯৭১ সালের ১২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিউ উইমেনস হল নামে দ্বিতীয় ছাত্রী হলের নির্মাণ কাজ শুরু হয়। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার যোগ্য উত্তরসূরি বেগম শামসুন নাহার মাহমুদের নাম অনুসারে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে ১৯৭২ সালের ২ আগস্ট এই উদ্বোধন করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী। প্রথম হল প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন ড. সৈয়দা ফাতেমা সাদেক।

প্রসঙ্গত, একজন হল প্রভোস্টের মেয়াদ ৩ বছর। একজন শিক্ষক সর্বোচ্চ দুই মেয়াদে হল প্রভোস্ট হিসেবে থাকতে পারেন। হল প্রাধ্যক্ষরা প্রভোস্ট বাংলোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পান।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]