22193

সাবেক সচিব মরহুম শাহ আবদুল হান্নান স্মরণ সভা অনুষ্ঠিত

সাবেক সচিব মরহুম শাহ আবদুল হান্নান স্মরণ সভা অনুষ্ঠিত

2021-06-23 05:30:48

নজরুল-ফররুখ গবেষণা ফাউন্ডেশন এর উদ্যোগে আজ মঙ্গলবার বিকালে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও সাবেক সচিব মরহুম শাহ আবদুল হান্নান স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি ঢাকার পল্টন মোড়স্থ ফেনী সমিতি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে যাকাত ম্যানেজম্যান্ট বোর্ডের চেয়ারম্যান ড. আশরাফ উদ্দিন আহম্মদ বলেন, শাহ আবদুল হান্নান অহংকারমুক্ত উন্মুক্ত মন দিয়ে মানুষকে আপন করে নিতেন। ইসলামের দাওয়াতে জীবনভর কাজ করে গেছেন। নারী শিক্ষা-দীক্ষা, অগ্রগতির জন্য কাজ করেছেন নিরলস। আমাদেরকে তার সে কাজ এগিয়ে নিতে হবে। নৈতিক মানুষ তৈরির জন্য তার নামে একটি ইউনিভার্সটি প্রতিষ্ঠা করার মাধ্যমে সে কাজ শুরু করা প্রয়োজন।

সাবেক সাংসদ ও কলামিস্ট গোলাম মওলা রনি বলেন, সততার এক অনন্য নজির রেখে গেলেন এই সাবেক সরকারি কর্মকর্তা। ইসলামকে গবেষণা, বক্তব্য ও লেখনীর মাধ্যমে সাবলীলভাবে তুলে ধরেছেন চিন্তাবিদ শাহ আবদুল হান্নান। জীবনকেও পরিচালিত করেছেন তার বিশ্বাস আর জ্ঞানের পথেই।

এছাড়াও আলোচনা অংশ নেন শাহ আবদুল হালিম, কবির আহমদ, মোহাম্মদ শাহজাহান, নুরুন্নবী হাওলাদার, কথাসাহিত্যিক নাসিমুল বারীসহ প্রমুখ। নজরুল-ফররুখ গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহিদ আবেদীনের সঞ্চালনায় আনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]