22208

১২৫ বছরের রেকর্ড ভেঙেছে কানাডার দাবদাহ

১২৫ বছরের রেকর্ড ভেঙেছে কানাডার দাবদাহ

2021-06-30 20:25:27

কানাডার আলবার্টার ক্যালগেরি শহরের ১২৫ বছরের পুরনো তাপমাত্রার রেকর্ড ভেঙেছে দেশটিতে বয়ে যাওয়া ভয়াবহ দাবদাহ।

কানাডায় গত কয়েক দিন তীব্র তাপমাত্রা অব্যাহত থাকায় অস্বস্তি আর অতিষ্ঠ হয়ে পড়েছেন কানাডাবাসী।

ক্যালগেরিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি ছিল ১৮৯৬ সালে, ৩৪.৪ সেন্টিগ্রেডে।২৯ জুন মঙ্গলবার এখানে তাপমাত্রার আগের রেকর্ড ভেঙে ৩৬ ডিগ্রি সেন্টিগ্রেড ছিল।

অন্যদিকে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গত রোববার ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড তাপমাত্রায় বিভিন্ন জায়গার অবকাঠামো গলছে।

শীতে অভ্যস্ত কানাডিয়ানরা তাপমাত্রা বৃদ্ধিতে অনেকটাই কাহিল হয়ে পড়েছে। ভ্যানকুভারে গত ২৪ ঘণ্টায় প্রচণ্ড দাবদাহে ৭০ জন মারা গেছেন। এদের বেশিরভাগই বৃদ্ধ।


উল্লেখ্য, কানাডার অধিবাসীরা শীতপ্রধান দেশে থেকে অভ্যাস হওয়ায় তীব্র এই তাপমাত্রা তাদের ত্রাহি দশা।
গত কয়েক দিন ধরেই তাপমাত্রা নতুন নতুন রেকর্ড গড়ে চলছে।

জলবায়ু পরিবর্তনের কারণে মেরু এলাকাগুলোয়ও রেকর্ডভাঙা গরম দেখা যাচ্ছে। এ বিষয়ে এনভায়রনমেন্ট কানাডা সংস্থার জ্যেষ্ঠ জলবায়ুবিদ ডেভিড ফিলিপস বলেন, মরুভূমির মতো গরম পড়ছে। কানাডা বিশ্বের দ্বিতীয় শীতলতম ও তুষারপাতপ্রবণ দেশ। আমরা তুষারঝড়ের সঙ্গে পরিচিত। এমন তীব্র গরমের সঙ্গে অভ্যস্ত নই। এখন আমাদের এখানকার চেয়ে দুবাইয়ে তুলনামূলক কম গরম পড়ছে।

রেকর্ডভাঙা তাপমাত্রার কারণে গরমে হাঁপিয়ে ওঠা কানাডাবাসীকে পুল ও আইসক্রিমের দোকানে ভিড় করতে দেখা গেছে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর-পশ্চিমাঞ্চলের হিটওয়েভ মাত্র শুরু হয়েছে। সামনে বাড়বে তাপমাত্রা।

তাপমাত্রা বৃদ্ধির কারণে ঘর থেকে অনেকেই বের হতে পারছেন না । কেউ আবার প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না। এই গরমে ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি বেশি করে পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

কানাডার অন্যান্য প্রদেশেও গত কয়েক দিন ধরে অব্যাহত তাপমাত্রা বৃদ্ধির খবর পাওয়া গেছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]