2234

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ মাতালেন দেশসেরা ইউটিউবার সালমান মুক্তাদির

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ মাতালেন দেশসেরা ইউটিউবার সালমান মুক্তাদির

2017-09-20 02:09:34

সমালোচনার মুখে মঙ্গলবার ঢাবি শিক্ষার্থীদের নিয়ে বাংলালিংকের নেক্সট টিউবার অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়। 

তার এ আগমনকে ঘিরে ঢাবি শিক্ষার্থীদের মাঝে চলছে আলোচনা-সমালচোনা। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে ঢাবিতে তার আগমন নিয়ে ফেসবুকে দেয়া তার একটি স্ট্যাটাস নিয়ে। সেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটি সঠিকভাবে লিখেন নি। কমেন্টে অনেকেই তাই সমালোচনা করছেন। অনেকেই শুধরে দেয়ার পরেও তিনি তা সংশোধন করেন নি।

ঢাবিতে এর আগে প্রথমবারের মত ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির আমন্ত্রণে একটি অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে এসেছিলেন। 

আয়োজকরা বলছেন, অনেকেই ভুল বুঝছেন বিষয়টা। না জেনেই সমালোচনা করছেন অনেকে। সালমান মূলত একটি অনুষ্ঠানের প্রচারে আসেন এখানে। যা বাংলাদেশে প্রথম ইউটিউব ভিত্তিক রিয়েলিটি শো। সুতরাং তার আগমনে কোন সমস্যা দেখছিনা। ইনি বাংলাদেশের সেরা ইউটিউবার। তাই এ ধরণের অনুষ্ঠানে তিনি আসতেই পারেন।

তিনি মূলত একটি অনুষ্ঠানের প্রচারণায় এসেছিলেন। বাংলাদেশে প্রথমবারের মত অনলাইন রিয়েলিটি শো - বাংলালিংক Next Tuber! যে যার নিজের মতো ট্যালেন্ট ভিডিও কন্টেন্ট বানিয়ে এই কন্টেস্টে অংশ নিতে পারববে ভিডিও আপলোড করে YouTube চ্যানেলে তার লিংকসহ নিজেদের information শেয়ার করতে হবে বাংলালিংকের ওয়েবসাইটে: www.banglalink.net/en/next-tuber

 

এমএসএল 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]