22450

ভ্যাকসিনে উদ্বুদ্ধ করতে ববি শিক্ষকের ভিন্নধর্মী অ্যাসাইনমেন্ট

ভ্যাকসিনে উদ্বুদ্ধ করতে ববি শিক্ষকের ভিন্নধর্মী অ্যাসাইনমেন্ট

2021-07-28 01:01:05

করোনা ভাইরাসের ভ্যাকসিনে উদ্বুদ্ধ করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এক অভিনভ পন্থায় অ্যাসাইনমেন্ট দিয়েছেন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম সবুজ।

তিনি জানান, ‘আজকের ক্লাসে ছাত্র-ছাত্রীদের এক ভিন্নধর্মী নন-ক্রেডিট অ্যাসাইনমেন্ট দিলাম। তাদের কাজ হলো আশপাশের লোকদেরকে যারা ভ্যাকসিন সম্পর্কে তেমন জানে না এবং ভালনারেবল জনগোষ্ঠীর অন্তত দুজনকে ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করবে, রেজিস্ট্রেশনে সহায়তা করবে ভ্যাকসিন কার্ড প্রিন্ট করে দেবে বা প্রিন্ট করার পদ্ধতি বলে দেবে এবং ভ্যাকসিন নেয়ার তারিখ সংবলিত এসএমএস এলে ভ্যাকসিন নিতে যাওয়া তদারকি করবে।’

অনলাইনে ক্লাস নেয়ার সময় সোমবার শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের বিষয়টি জানান তিনি। এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসও পোস্ট করেছেন এই শিক্ষক।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘করোনার ঢেউ আপাতত থামবে বলে মনে হয় না৷ আবার শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠান অনন্তকাল ধরে বন্ধও রাখা সম্ভব না। সুতরাং, করোনা ঠেকানোর একমাত্র কার্যকর মাধ্যম হলো দেশের ৬০ শতাংশের বেশি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা। মাত্র ২.৫ শতাংশ মানুষ অদ্যাবধি ভ্যাকসিন নিয়েছে।

আমার ক্লাসের ৫০ জন অন্তত ১০০ জনকে ভ্যাকসিন দেয়াতে পারলে সেই ১০০ জন সুরক্ষিত থাকলো। তার চেয়ে বড় কথা, ছাত্ররা তার আশপাশের মানুষকে ভ্যাকসিন দিলে একটা ইমিউনিটি বাবলের ভেতরে সে এবং তার পরিবার অবস্থান করবে। তাতে সামান্য হলেও সুরক্ষা নিশ্চিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিরক বিশ্বাস বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমাদেরকে অনলাইনে শিক্ষা কার্যক্রমে যুক্ত হতে হচ্ছে। বাড়ির আশপাশে অনেকেই আছেন যারা টিকার গুরুত্ব সম্পর্কে সবকিছু জানেন না। অনেকের মাঝে টিকা নিয়ে ভুল ধারণা আছে।

শিক্ষক শফিকুল ইসলাম সবুজ বলেন, করোনা পরিস্থিতি থেকে উত্তরণে টিকা গ্রহণের আপাতত কোনো বিকল্প নেই। তবে টিকার নিবন্ধন-প্রক্রিয়া নতুন হওয়ায় যারা প্রযুক্তিগতভাবে একটু পিছিয়ে তারা এই প্রক্রিয়ায় অংশ নিতে কিছু জটিলতার শিকার হন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]