22536

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে অক্সিজেন সেবা চালু ছাত্রলীগের

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে অক্সিজেন সেবা চালু ছাত্রলীগের

2021-08-09 03:36:31

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে করোনাক্রান্তদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।

রবিবার (৮ আগস্ট) বিকাল পাঁচটায় ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এ সেবা উদ্বোধন করেন।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দেওয়া ৫০টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে এ সেবা চালু করা হয়।

এসময় নাহিয়ান জয় বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনের অধিকাংশ সময়ই কারাগারে থাকতে হয়েছিল। ওই সময়টা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ছাত্রলীগকেও আগলে রেখেছিলেন।’

তিনি আরও বলেন, ‘করোনা মোকাবেলায় প্রথম থেকেই আমরা অক্সিজেন সেবা কার্যক্রম চালু রেখেছি। বঙ্গমাতার জন্মবার্ষিকীতে এ কার্যক্রম গতিশীল করতে বিভাগীয় মেডিক্যালগুলোর সঙ্গে সমন্বয় করে আমরা কর্মসূচি নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সংসদ সদস্য শেখ তন্ময় ইতোমধ্যে ৫০টি সিলিন্ডার পাঠিয়েছেন। তিনি আরও ৫০টি পাঠাবেন বলে জানিয়েছেন।’

বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক বলেন, ‘বঙ্গবন্ধুর সকল শক্তি ও সাহসের অনুপ্রেরণায় ছিলেন বঙ্গমাতা। সকল সফলতার পেছনের ইতিহাসগুলো যেমন পেছনে থেকে যায়, তেমনি বঙ্গমাতাও নিজেকে পেছনে রেখে মানুষের জন্য কাজ করেছেন, ভালোবেসেছেন নিঃস্বার্থভাবে। বাংলাদেশ আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, বঙ্গবন্ধুর আদর্শের প্রত্যকটি কর্মীকে তিনি তার পরিবারের সদস্য মনে করতেন।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]