22613

কানাডায় বিদেশি শিক্ষার্থী প্রবেশে বাধা কাটল

কানাডায় বিদেশি শিক্ষার্থী প্রবেশে বাধা কাটল

2021-08-23 02:09:49

 

কানাডায় বিদেশি শিক্ষার্থীদের বৈধভাবে অধ্যয়নের অনুমোদন যাঁদের আছে, তাঁদের দেশটিতে প্রবেশে বাধা কাটল। করোনার প্রতিরোধমূলক প্রস্তুতি নিয়ে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউটের (ডিএলআই) অধীনে দেশটিতে প্রবেশ করতে পারবেন শিক্ষার্থীরা। ঢাকাস্থ কানাডা হাইকমিশনের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষার্থীরা পড়াশোনার জন্য কানাডায় যেতে পারেননি। অনেক শিক্ষার্থী এটা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এখন ডিএলআই পাওয়া শিক্ষার্থীদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হলো।

যেসব বিদেশি শিক্ষার্থী বৈধভাবে অধ্যয়নের অনুমোদন পেয়েছেন, তাঁরা করোনা প্রতিরোধমূলক প্রস্তুতি নিয়ে ডিএলআইয়ের অধীনে কানাডা যেতে পারবেন। ফেসবুক পোস্টে বলা হয়েছে, যাঁরা বৈধ অধ্যয়নের জন্য অনুমোদন পেয়েছেন এবং যাঁদের করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে ডিএলআইতে পড়াশোনার পরিকল্পনা রয়েছে, তাঁরা যদি অবিচক্ষণতার (non-discretionary) উদ্দেশ্যে ভ্রমণ করেন, তবে কানাডায় প্রবেশ করতে পারবেন। পোস্টে শিক্ষার্থীদের ক্লাস শুরুর আগে চার সপ্তাহের বেশি ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। এটিকে অধ্যয়নের উদ্দেশ্যে অবিচক্ষণ ভ্রমণ হিসেবে বিবেচনা করা হয়। ১৪ দিন কোয়ারেন্টিনেও থাকতে হবে বিদেশি শিক্ষার্থীদের।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]