22681

বাংলাদেশিদের জন্য স্কলারশিপ সংখ্যা বাড়ালো হাঙ্গেরি

বাংলাদেশিদের জন্য স্কলারশিপ সংখ্যা বাড়ালো হাঙ্গেরি

2021-09-06 00:47:31

আগামী বছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে বৃত্তির সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুইজারল্যান্ডের জেনেভায় এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠকের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পিটার সিজার্তো। বৈঠকে মোমেন বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য হাঙ্গেরিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের বরাদ্দ বৃত্তির সংখ্যা বাড়ানোরও অনুরোধ করেন। জবাবে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বৃত্তি বাড়ানোর ব্যাপারে আব্দুল মোমেনকে আশ্বস্ত করেন। তিনি বলেন, হাঙ্গেরি সরকার আগামী বছর বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা বাড়িয়ে দেবে।

অস্ট্রিয়ার ভিয়েনার বাংলাদেশের স্থায়ী মিশন এর আগে জানিয়েছিল, এ বছরের জুলাইয়ে বাংলাদেশ ও হাঙ্গেরি একটি সমঝোতা স্মারক সই করেছে। ফলে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ থেকে বছরে ১৩০ জন শিক্ষার্থী হাঙ্গেরিতে পূর্ণ বৃত্তিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

২০১৭ সালে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারক অনুযায়ী, ৩ বছর ধরে হাঙ্গেরি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক ১০০টি বৃত্তি প্রদান করে আসছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]