22708

শিক্ষকরা জিন্স-টিশার্ট, শিক্ষিকারা টাইট পোশাক পরতে পারবেন না

শিক্ষকরা জিন্স-টিশার্ট, শিক্ষিকারা টাইট পোশাক পরতে পারবেন না

2021-09-10 03:13:15

স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাদের পোশাক সংক্রান্ত এ গুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে পাকিস্তান।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে দেশটির স্কুল-কলেজের শিক্ষকরা জিন্স–টিশার্ট পরে পড়াতে পারবেন না। শিক্ষিকারা স্কুল-কলেজে পাঠদানের সময় টাইট পোশাক পরতে পারবেন না।এমনকি স্কুল-কলেজের কোনো অনুষ্ঠানেও এ ধরনের পোশাক পরা যাবে না। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সব স্কুল, কলেজের প্রধান শিক্ষকদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে দেশটির শিক্ষা অধিদফতর।

নতুন নির্দেশিকায় পোশাকের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের আচরণ বিধি সংক্রান্ত বিভিন্ন নিয়ম জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রত্যেক শিক্ষককে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পুরুষ শিক্ষকদের নিয়মিত চুল, দাড়ি ছাঁটতে হবে। শিক্ষক-শিক্ষিকা নির্বিশেষে সবাইকে নিয়মিত গোসল করতে হবে, নখ কাটতে হবে। স্কুল-কলেজে আসার সময় ডিওডোরেন্ট বা পারফিউম মাখতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, পড়ানোর সময় শিক্ষকদের টিচিং গাউন পরতে হবে। গবেষণার সময় ল্যাব কোট পরতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষিকাদের সালোয়ার–কামিজ, ট্রাউজার, শার্টের সঙ্গে ওড়না বা চাদর পরতে হবে। শিক্ষিকারা চাইলে স্কার্ফ বা হিজাব পরতে পারবেন। শিক্ষকদেরও শার্ট, ট্রাউজার নয়তো সালোয়ার–কামিজ পরতে হবে। শিক্ষক-শিক্ষিকা সবাইকেই ফর্মাল জুতো পরতে হবে। স্যান্ডেল পরে স্কুল-কলেজে আসা যাবে না।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]