2271

শাবির ছাত্র হলের ডাইনিং চালু

শাবির ছাত্র হলের ডাইনিং চালু

2017-09-21 22:55:20

অবশেষে ক্যাম্পাস খোলার দুই সপ্তাহ পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোতে ডাইনিং চালু হয়েছে। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের হস্তক্ষেপে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকেই ডাইনিং চালু হয় বলে জানা যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এসএম হাসান জাকিরুল ইসলাম ডাইনিং চালুর বিষয়টি নিশ্চিত করেন।

ঈদের ছুটি শেষে গত ১০ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাস খুললেও ম্যানেজার ও বাবুর্চিরা খাবারের দাম বৃদ্ধির দাবিতে ডাইনিং বন্ধ রাখে। তাছাড়া ডাইনিং খোলার জন্য প্রভোস্টদের তৎপরতাও লক্ষ্য করা যায়নি।

এদিকে শাহপরান হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক শাহেদুল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভোস্টদের মিটিং সাপেক্ষে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ২২ টাকা মিলরেটে ডাইনিং চালু হবে। এর আগে হল প্রশাসন অনুমোদিত মিলরেট ছিল ১৮ টাকা। খবর জাগো নিউজ।

টিআর/ ২১ সেপ্টেম্বর ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]