22782

'কিছুদিনের মধ্যে শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে পারব'

'কিছুদিনের মধ্যে শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে পারব'

2021-09-23 03:59:00

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রাথমিক বিদ্যালয় খোলার পর গতকাল মঙ্গলবার রংপুর জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে।মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী সভায় শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তা, শিক্ষকসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই সচেতন হবেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ সুরক্ষায় রাখতে হবে। এ বিষয়ের ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন না করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের দেশে করোনাভাইরাস সংক্রমণের হার নিম্নগামী, যা ৫ শতাংশের নিচে নেমে এসেছে। কিছুদিনের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসব এবং শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে পারব।’

রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন রংপুর বিভাগীয় উপপরিচালক মো. মুজাহিদুল ইসলাম ও রংপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সুপারিন্টেন্ডেন্ট খোন্দকার মো. ইকবাল হোসেন প্রমুখ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]