22798

জালিয়াতি করে ভর্তি হওয়ায় ঢাবি থেকে দু’জনকে স্থায়ী বহিস্কার

জালিয়াতি করে ভর্তি হওয়ায় ঢাবি থেকে দু’জনকে স্থায়ী বহিস্কার

2021-09-27 19:48:34

ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় সাময়িকভাবে বহিস্কৃত দু’জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার শৃঙ্খলা পরিষদের এক সভায় বহিস্কারের এই সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

স্থায়ীভাবে বহিস্কৃতরা হলেন, মোঃ রাকিব হাসান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮ এবং ইশরাক হোসেন রাফি, ভূতত্ত¡ বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮। বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।

সভায়, আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাÐের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ছাত্র মো. আকতারুল করিম রুবেলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ‘কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না’-এই মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭২জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]