22902

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুবি ক্যাম্পাস

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুবি ক্যাম্পাস

2021-10-17 17:45:35

স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস।

রবিবার (১৭ অক্টোবর) দুপুর ১২ টায় 'এ' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দেশের ২০ টি সাধারণ ও প্রযুক্তি বিশবিদ্যালয় নিয়ে শুরু হয় গুচ্ছভিত্তিক সমন্বিত ভর্তি পরীক্ষা। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে এসেছেন পরীক্ষার্থীরা। যার ফলে দীর্ঘ ১৮ মাস পর মুখরিত হয়ে উঠেছে বিশবিদ্যালয় ক্যাম্পাস।

জানা যায়,গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য বিভাগসহ তিনটি ইউনিটে মোট ২২ হাজার ১৩ টি আসন রয়েছে। যার বিপরীতে আবেদন করেছে দুই লাখ ৩২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী। যার মধ্যে কুমিল্লা বিশবিদ্যালয় কেন্দ্রে মোট সাত হাজার ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পাশাপাশি প্রতি আসনের বিপরীতে লড়বে ১০ জন শিক্ষার্থী।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশবিদ্যালয়ের শহীদ মিনার, কাঠাল চত্তর, গোল চত্তর, মুক্তমঞ্চ এবং বিশবিদ্যালয়ের আশে পাশের আঙ্গিনাগুলো ছিলো শিক্ষার্থীদের পদচারণায় মুখর। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বসে কেউ নিচ্ছেন শেষ মূহুর্তের প্রস্তুতি। কেউবা খুজে দেখছেন তাদের পরীক্ষার আসন। কেউ কেউ আবার ক্যাম্পাস ঘুরে দেখতে ব্যস্ত।

গুচ্ছ পদ্ধতি নিয়ে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের শিক্ষার্থী ফারজানা আকতার বলেন, গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি। এ পদ্ধতিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। আমাদের ভোগান্তি কম হচ্ছে। নিজ জেলায় পরীক্ষা দিতে পারছি। ভালো প্রস্তুতি নিয়েছি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]