22919

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

2021-10-23 19:43:59

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। পরে উপাচার্য বলেন, ‘সব কেন্দ্রেই পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত বা অস্বস্তিকর খবর পাওয়া যায়নি। সব জায়গায়ই ভালোভাবে পরীক্ষা হচ্ছে।’

ফল প্রকাশ ও ক্লাস শুরুর বিষয়ে তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষার লিখিত অংশ থাকায় গুণগত পর্যবেক্ষণের মাধ্যমে ফল তৈরির কাজ চলছে। ফল প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যে ভর্তি কাজ শেষ করে ক্লাস শুরু করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘পরীক্ষার শেষ পর্যন্ত আমরা কোনো ধরনের খারাপ সংবাদ পায়নি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]