22920

১লা নভেম্বর হল খোলার দাবি বুয়েট শিক্ষার্থীদের

১লা নভেম্বর হল খোলার দাবি বুয়েট শিক্ষার্থীদের

2021-10-24 06:00:53

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) পরবর্তী টার্মের ক্লাস শুরুর আগেই হল খুলে দেয়ার দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচী পালন করেছে বুয়েট শিক্ষার্থীরা৷

গত ১২ই অক্টোবর একাডেমিক কাউন্সিলের সভায় বুয়েটের পরবর্তী টার্ম ১৩ই নভেম্বর এবং প্রথম এক মাস অনলাইনে শুরু করার সিদ্ধান্ত হয়। সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো যখন ক্যাম্পাসে সশরীরে তাদের পাঠদান কর্মসূচি শুরু করেছে, সেইসময়ও বুয়েট প্রশাসন কেনো অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে চাচ্ছে তা সাধারণ শিক্ষার্থীদের কাছে বোধগম্য নয়। অধিকন্তু, বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালকের তথ্যমতে বুয়েটের ৮০% বা তার অধিক শিক্ষার্থী কোভিড ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন। সংগত কারণেই হল না খোলা ও অনলাইনে ক্লাস শুরু করার এ সিদ্ধান্তে বুয়েট শিক্ষার্থীরা ক্ষুব্ধ।

আজ ২৩শে অক্টোবর (শনিবার) এ ব্যাপারে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর স্বাক্ষর সহ একটি দরখাস্ত বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের নিকট সরাসরি প্রায় ২৫০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে দেয়া হয়। দরখাস্তে ১লা নভেম্বর থেকে আবাসিক হলসমূহ খুলে দেয়ার দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রকল্যাণ পরিচালক ড. মিজানুর রহমান সেটি গ্রহণ করে বলেন, "দাবি অবশ্যই যৌক্তিক। এটা নিয়ে আমরা একাডেমিক কাউন্সিলে আলোচনা করব।"

শিক্ষার্থীরা এ ব্যাপারে খুব শীঘ্রই কর্তৃপক্ষের তৎপরতা আশা করে বলে ছাত্রকল্যাণ পরিচালককে জানান৷ এরপর শিক্ষার্থীরা বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন।

উল্লেখ্য, বুয়েটের পরবর্তী টার্মের ক্লাস শুরু হওয়ার কথা ১৩ই নভেম্বর এবং তা হবে অনলাইনে। হল কবে খুলবে এ নিয়ে নির্দিষ্ট কিছু জানা যায় নি। মূলত: এ কারণেই শিক্ষার্থীরা ক্ষুব্ধ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]