22925

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিকৃবি’র শিক্ষকদের মানববন্ধন

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিকৃবি’র শিক্ষকদের মানববন্ধন

2021-10-24 23:29:29

দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক পরিষদ। রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে তারা এই মানবন্ধন করেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলা্মের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এসময় সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে সবাই নিজ নিজ ধর্ম নিজেদের মত পালন করে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ঘটেছে। বাংলাদেশের হিন্দুজনগোষ্ঠির বাসাবাড়ি, পূজামন্ডপ ও মন্দিরে হামলার ঘটনা তারা ঘটাচ্ছে। সরকারের প্রতি আহবান জানাই, এইসব হামলাকারী ও সাম্প্রদায়িক অপশক্তিকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের’।

গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাযাত্রায় এগিয়ে যাচ্ছে, তখন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পায়তারা চলছে। এই ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানাই’।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]