23027

বিক্ষোভের মুখে নিটার উপদেষ্টা ও রেজিস্ট্রারের পদত্যাগ

বিক্ষোভের মুখে নিটার উপদেষ্টা ও রেজিস্ট্রারের পদত্যাগ

2021-11-18 17:00:50

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) সাবেক অধ্যক্ষ ও বর্তমান আ্যডভাইজার ড. মিজানুর রহমান এবং রেজিস্ট্রার কাজী আন্দালিব আমিন পদত্যাগ করেছেন।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিটার অধ্যক্ষ মো. আব্দুল মুত্তালিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। ড. মিজানুর রহমান ও কাজী আন্দালিব আমিন পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে প্রসেসিংয়ের জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়েছে। ৩০ নভেম্বরের পর পদত্যাগের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল থেকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ও বর্তমান আ্যডভাইজার ড. মিজানুর রহমান এবং রেজিস্ট্রার কাজী আন্দালিব আমিনের পদত্যাগের দাবি তোলেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ওই পদে থেকে মিজানুর রহমান প্রশাসনিক বিভিন্ন কাজে ক্ষমতার অপব্যবহার করছেন। অধ্যক্ষ থাকলেও তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করেন। এসব কারণে বিভিন্ন সময় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী আশিক মাহমুদ বলেন, আমাদের ক্লাস রুটিন দেওয়া হয়নি। বিভাগগুলোতে পর্যাপ্ত শিক্ষক ও গবেষণার জন্য বরাদ্দ নেই। ইনিস্টিটিউট আবাসিক হলেও শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স বা চিকিৎসকও নেই। আমরা আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে একাধিকবার প্রশাসনকে জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি।

তিনি বলেন, বিভিন্ন মাধ্যম থেকে তারা নিশ্চিত হয়েছেন সাবেক অধ্যক্ষ বর্তমান উপদেষ্টা মিজানুর রহমান প্রশাসনিক বিভিন্ন কাজে এখনো তার প্রভাব বজায় রেখেছেন। তার কারণেই কোনো দাবিই বাস্তবায়িত হচ্ছে না। তাই তারা আন্দোলনে নেমেছেন। দাবির বিষয়ে সুস্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]