23052

দুই দিন ধরে নিখোঁজ ঢাবি ছাত্র হিমেল, সন্ধান চাইলেন পিতা

দুই দিন ধরে নিখোঁজ ঢাবি ছাত্র হিমেল, সন্ধান চাইলেন পিতা

2021-11-21 23:04:41

দুই দিন খুঁজে পাওয়া যাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমেল হামিদকে । গত শুক্রবারে (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। এরপর থেকে আর খোঁজ মেলেনি হিমেলের।

হিমেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি হল টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বড়চওনা গ্রামে।

জানা গেছে, হিমেল সর্বশেষ গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তার বাবা-মার সাথে ফোন কলে কথা বলেন। এরপর থেকে এখন পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। হিমেলের ব্যবহৃত মুঠোফোনে বার বার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যাচ্ছে।

হিমেলের বাবার সাথে যোগাযোগ করা হলে তিনি এসব তথ্য জানান। কেউ হিমেলের সন্ধান পেয়ে থাকলে তিনি তাকে জানানোর অনুরোধ করেন।

হিমেলের বন্ধু ও ঢাবির সংগীত বিভাগের শিক্ষার্থী সাদ্দাম হোসেন উদয় বলেন, ‘‘যখন হিমেলের কোনরকম খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন আমরা তার ফোন নাম্বার ট্র‍্যাক করার ব্যবস্থা করি, তাতে সর্বশেষ লোকেশন টাঙ্গাইল সদরে দেখায়।’

তিনি আরও বলেন, সাধারণত হিমেল তার বাবা-মার সাথে কয়েকদিন পর পর কথা বলে। তবে এরকমভাবে হঠাৎ উধাও হয়ে যাওয়া ও এত দীর্ঘ সময় মোবাইল ফোন অফ থাকা এই প্রথম।

এ প্রসঙ্গে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]